IQNA

কুরআন কি বলে/ ৪৮

আল্লাহর সম্মুখে কে দাঁড়াতে পারে?

17:25 - April 16, 2023
সংবাদ: 3473613
তেহরান (ইকনা): একদল পৃথিবীতে মহান আল্লাহর অস্তিত্ব ও প্রভাবে বিশ্বাস করে না। এই দলের প্রধান চ্যালেঞ্জ হল কিভাবে এবং কি উপায়ে তারা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে চায়? 
পবিত্র কুরআনের সাহিত্যে কাফের বলতে এমন লোকদের বোঝায় যারা সত্য ধর্মকে গ্রহণ করে না এবং ইসলাম ধর্মের তিনটি মূলনীতিতে বিশ্বাস করে না। এই তিনটি মূলনীতি হচ্ছে তৌহিদ বা একেশ্বরবাদ, নবুয়ত এবং মায়াদ। কুফর শব্দের অর্থ হল লুকিয়ে রাখা। কুফর অজ্ঞতা বা সন্দেহের কারণে হতে পারে এবং কখনও কখনও এটি এমন জিনিসগুলিতে বিশ্বাস করার কারণে ঘটে যা উপরোক্ত জ্ঞান অর্জন করা অসম্ভব করে তোলে। ঈমানের মতো অবিশ্বাসকেও অন্তরের বিষয় বলে মনে করা হয়েছে।
এখানে গুরুতর প্রশ্ন হল কাফের একটি ভিত্তি হিসাবে কি চায় এবং সে কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে?
إِنَّ الَّذِينَ كَفَرُوا لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللَّهِ شَيْئًا وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
নিশ্চয় যারা অবিশ্বাস করেছে তাদের ধন-সম্পদ এবং তাদের সন্তান-সন্ততি কখনই তাদেরকে আল্লাহর (শাস্তি) থেকে রক্ষা করতে পারবে না। এরাই জাহান্নামী, যেখানে তারা সর্বদা থাকবে।
আলে ইমরান, আয়াত: ১১৬।
ইমান ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের বিপরীত, যাদের বৈশিষ্ট্য কুরআনের আয়াতে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে সূরা আলে ইমরানের আয়াতে বলা হয়েছে, এই আয়াতে বর্ণিত অবিশ্বাসী ও অত্যাচারী মানুষ। প্রথমে বলেছেন: অবিশ্বাসীরা তাদের সম্পদ ও অসংখ্য সন্তানের আশ্রয়ে আল্লাহর শাস্তি থেকে কখনই নিরাপদ থাকতে পারে না। বস্তুগত সুযোগ-সুবিধার মধ্যে শুধুমাত্র সম্পদ ও সন্তানের কথা উল্লেখ করার কারণ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুগত মূলধন হল মানবসম্পদ, যেগুলোকে সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে এবং অন্যটি হল অর্থনৈতিক মূলধন, এবং বাকি বস্তুগত সুযোগ-সুবিধাগুলি এই দুটি উৎস থেকে প্রাপ্ত। 
পবিত্র কুরআন স্পষ্টভাবে বলেছে: শুধুমাত্র আর্থিক সুযোগ-সুবিধা এবং সামষ্টিক ক্ষমতাকে আল্লাহর কাছে বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করা যায় না, এবং তাদের উপর নির্ভর করা অন্যায়, শুধুমাত্র বিশ্বাসের আলোকে এবং বিশুদ্ধ নিয়তের আলোকে সঠিক উপায়ে ব্যবহার করা ছাড়া, অন্যথায় এটি উপায় "তারা (সম্পত্তির মালিক) জাহান্নামের সঙ্গী এবং তারা এতে চিরকাল থাকবে"।
তাফসিরে নূর হতে গুরুত্বপূর্ণ পয়েন্ট
কুরআন বারবার ঘোষণা করেছে যে ধন-সম্পদ, সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব, অভিভাবক বা অন্য কোনো কিছুই আল্লাহ্‌র ক্রোধের বিরুদ্ধে কার্যকর নয়।
কাফেররা মিথ্যার পথে যে সমস্ত প্রচেষ্টা এবং অর্থ ব্যয় করে তা হল একটি ক্ষেতে বীজ বপন করার মতো যা জ্বলন্ত বাতাসে ধ্বংস হয়ে যায়।
ইসলামের আবির্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, আক্রমণ ও অপপ্রচার পরাজিত হয়েছে এবং ঐশী দ্বীন দিন দিন বৃদ্ধি ও প্রসারিত হয়েছে এবং অবশেষে বিজয় ইসলামেরই হয়েছে।
আয়াতের বার্তাসমূহ
১- আকিদf কর্মক্ষেত্রে কার্যকর। নিয়ামতের বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে কুফর করা। «إِنَّ الَّذِينَ كَفَرُوا ... مَثَلُ ما يُنْفِقُونَ»
২- প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগের অন্যতম কারণ হলো মানুষের পাপ। «رِيحٍ فِيها صِرٌّ أَصابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوا»
 
৩- পাপ নেক আমলকে নষ্ট করে দেয়। . «ظَلَمُوا أَنْفُسَهُمْ فَأَهْلَكَتْهُ»
৪-  আল্লাহর ক্রোধ অন্যায় নয়, তবে এটি মানুষের নিজের কর্মের প্রতিফলন। «وَ ما ظَلَمَهُمُ اللَّهُ وَ لكِنْ أَنْفُسَهُمْ يَظْلِمُونَ»
 
ট্যাগ্সসমূহ: কুরআন কি বলে
captcha