IQNA

মহাকাশে কুরআন নিয়ে যাবেন আমিরাতের নভোচারী

7:50 - August 28, 2019
সংবাদ: 2609163
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী ২৫শে সেপ্টেম্বর মহাকাশে যাবেন। মহাকাশে যাওয়ার সময় তিনি তার ব্যক্তিগত জিনিসপত্রের সাথে পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি নিয়ে যাবেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমিরাতের মুসলিম নভোচারী হাজা আল-মানসুরি ২৫শে সেপ্টেম্বর মহাকাশে যাবেন।
এই সফরে তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১০ কেজি পণ্যসম্ভার বহন করতে পারবেন। এই ১০ কেজি ওজনের মধ্যে তিনি পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি নিয়ে যাবেন।
আমিরাতের নভোচারী প্রোগ্রাম ম্যানেজার “সালেম আল-মারী” এক সংবাদ সম্মেলনে বলেছেন: আল-মানসুরী টানা ৮ দিন মহাকাশে থাকবেন। মহাকাশে তিনি পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা এবং “কিস্সাতি” (আমার গল্প) নিয়ে যাবেন।
আমিরাতের সরকারী সাইট "রোসকোসমাস" লিখেছে, এই ভ্রমণটি বাইকনুর স্পেস বেস থেকে শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) সাইট ঘোষণা করেছে, এই সফরটি Soyuz MC-15 মহাকাশযানের মাধ্যমে সম্পন্ন করা হবে।  iqna

 

captcha