IQNA

আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী ;

হিজাব ইসলামের অন্যতম ফরজ বিধান

22:38 - March 05, 2018
সংবাদ: 2605188
বর্তমান মুসলিম জাহানের অন্যতম শীর্ষ মনীষী ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, হিজাব ইসলামের অন্যতম ফরজ বিধান; যদি কেউ এ বিধানকে অমান্য করে তবে তাকে অবশ্যই পরকালে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ বুধবার ইরানের ধর্মীয় নগরী কোমের হযরত ফাতেমা মাসুমার (আ.) মাজার সন্নিকটে ধর্মীয় আলেমদের এক ক্লাসে বক্তৃতাকালে বলেন: হিজাব সমাজকে শয়তানি প্ররোচনা ও কুপ্রবৃত্তি থেকে নিরাপদ রাখে। ইসলামে প্রত্যেক নারীর উপর হিজাব ফরজ করা হয়েছে। যাতে নারীরা নিজেদের ইজ্জত ও অব্রুকে না-মাহরাম পুরুষদের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা করতে পারে। অবশ্য অন্যরূপ হিজাব পুরুষদের উপর ফরজ; অর্থাৎ মহিলাদের প্রতি লোলুপ দৃষ্টি ও কামনা প্রত্যেক পুরুষের উপর হারাম করা হয়েছে। যাতে তারা শয়তানি প্ররোচনায় গুনাহের কাজে লিপ্ত না হয়।

তিনি বলেন: আজ অনেকের মুখে শোনা যায় যে, ইসলামে হিজাবের উপর কোন কড়াকড়ি আরোপ করা হয় নি। আসলে এ ধরনের লোকেরা ইসলামের মৌলিক বিধান সম্পর্কে মোটেও জ্ঞাত নয়। হিজাব ব্যক্তিগত বিষয় নয়; বরং একটি সামাজিক বিধান। অর্থাৎ একজন মহিলা যখন বেপর্দা অবস্থাতে রাস্তায় ঘোরাফেরা করবে, তখন তার নেতিবাচক প্রভাব শুধুমাত্র ঐ মহিলার উপর পড়বে তা নয়; বরং এ ধরনের আচরণ যুবসমাজকে কলুষিত করবে। আর পরিণতিতে সমগ্র সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হবে। শাবিস্তান

captcha