IQNA

ইমাম খোমিনী(রহ.)দৃষ্টিতে ইমাম মাহদীর(আ.) জন্য প্রতীক্ষা

15:47 - February 08, 2018
সংবাদ: 2604994
ইমাম খোমিনী(রহ.) তার বিচক্ষণ দৃষ্টির মাধ্যমে ইমাম মাহদীর (আ.) জন্য প্রতীক্ষাকে ইসলামের শক্তি হিসাবে উল্লেখ করেছেন। তার দৃষ্টিতে ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের জন্য প্রতীক্ষা হচ্ছে প্রতিটি মুসলমানের জন্য একটি বড় দায়িত্ব।

ইমাম খোমিনী(রহ.)দৃষ্টিতে ইমাম মাহদীর(আ.) জন্য প্রতীক্ষা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.)-এর বিশ্বজনীন বিপ্লব সম্পর্কে সর্বদা একটি প্রশ্ন হয়ে আসছে আর তা হল ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের জন্য প্রতীক্ষায় থাকা ছাড়াও তার আবির্ভাবের প্রেক্ষাপট প্রস্তুত করাও কি আমাদের দায়িত্ব? ইমাম খোমিনীর দৃষ্টিতে হ্যাঁ, অবশ্যই আমাদের দায়িত্ব।

আর এর উপর ভিত্তি করে ইমাম খোমিনীর(রহ.) তার ইসলামী বিপ্লবকে সফল করেন। এবং বিশ্বে একমাত্র শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

ইমাম মাহদী(আ.)-এর অন্তর্ধানকালে তার আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করা শিয়াদের জন্য ফরজ তথা অপরিহার্য কর্তব্য।

১। অদৃশ্যকালীন সময়ে প্রতীক্ষাকারীদের দায়িত্ব:

ইমাম খোমিনী(রহ.) বলেন: আমাদের সবার জন্য ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের জন্য প্রতীক্ষা করা ফরজ। আমাদের সকলকে চেষ্টা করতে হবে সারা বিশ্বে ইসলামের শক্তিকে প্রতিষ্ঠা করা এবং আবির্ভাবের প্রেক্ষাপট তৈরি করা।

ইমাম এসে সব কিছু ঠিক করবেন এটা ভেবে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের চলবে না। বরং আমাদেরকে ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করতে হবে।

ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা সম্পর্কে ইমাম খোমিনীর এসব বক্তব্য থেকে আবির্ভাবের প্রেক্ষাপট রচনা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি খুব সহজেই অনুমান করা সম্ভব।

২। ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে ইসলামী বিপ্লবের ভূমিকা

ইমাম খোমিনী(রহ.) বিপ্লবের শুরু থেকেই বলতেন: ইমাম মাহদী(আ.)-এর অদৃশ্যকালীন সময়ে আমাদের কর্তব্য হচ্ছে ইসলামী শরীয়তের সকল বিধান বাস্তবায়ন করা।

তিনি বলতেন: আমি আশাকরি এই বিপ্লব একটি বিশ্বজনীন বিপ্লব হবে এবং ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করবে।

আশাকরি এই বিপ্লব একটি নুরের জ্যোতি এবং তা ইমাম মাহদীর(আ.) আবির্ভাবে পর্যবসিত হবে।

আশাকরি আমরা আসল উদ্দেশ্য উপনীত হব এবং আমাদের এই বিপ্লব ইমাম মাহদীর(আ.) বিপ্লবের সাথে মিশে যাবে।

ইনশা আল্লাহ আমরা সঠিক ইসলামকে এই দেশে বাস্তবায়ন করব এবং সারা বিশ্বের মুসলমানরাও তাদের দেশে ইসলামকে বাস্তবায়ন করবে। সারা বিশ্ব থেকে জুলুম ও অন্যায় বিতাড়িত হবে এবং ইমাম মাহদী(আ.)-এর আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত হবে।

৩। বিশ্বজনীন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা

ইমাম খোমিনীর দৃষ্টিতে ইসলামী বিপ্লবের সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে বিশ্বজনীন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা।

ইমাম খোমিনীর ইসলামী বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল যুগের সকল ফিরাউনকে ধ্বংস করে ঐশী বিশ্বজনীন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা।

captcha