IQNA

জার্মানে শিশুদের কুরআন ও ধর্মীয় শিক্ষা প্রদান

0:42 - February 04, 2018
সংবাদ: 2604966
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি-ইসলামী ইউনিয়নের পক্ষ থেকে জার্মানি শিশুদের জন্য কুরআন এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

জার্মানে শিশুদের কুরআন ও ধর্মীয় শিক্ষা প্রদান
বার্তা সংস্থা ইকনা: তুর্কি-ইসলামিক এসোসিয়েশন অব জার্মানির পক্ষ থেকে সেদেশের বেন শহরের একটি মসজিদে শিশুদের জন্য কুরআন ও ধর্মীয় শিক্ষার ক্লাস গ্রহণ করা হবে।
মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ কিয়া এ ব্যাপারে বলেন: শিশুদের জন্য মূলত বিনোদনমুলক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তারা বিনোদনের পাশাপাশি পবিত্র কুরআন ও ধর্মীয় শিক্ষা অর্জন করবে। প্রথমে তাদের রং পেন্সিলের কাজ শেখানো হবে। রং পেন্সিল দিয়ে তারা খাতায় পবিত্র কুরআনের অক্ষরগুলো লিখে আয়ত্তে করবে। অভিজ্ঞতার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, শিশুরা বিনোদনের মাধ্যমে উত্তমরূপে শিক্ষা অর্জন করে।
তিনি বলেন: যেসকল অভিভাবক তাদের সন্তানদের এই ক্লাসে নিয়ে আসবে শুধুমাত্র তারাই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও ইচ্ছুক অভিভাবকদের কুরআন তিলাওয়াত শেখানোর জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
iqna

 

captcha