IQNA

কারবালায় বিশ্বের সর্ববৃহৎ মহাসমাবেশের প্রস্তুতি চলছে

18:32 - October 26, 2017
সংবাদ: 2604167
আসন্ন ২০শে সফর হচ্ছে রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের (আ.) শোকাবহ চেহলুম। আর এ চেহলুম উদযাপনের প্রাণকেন্দ্র হচ্ছে ইরাকের কারবালাস্থ ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজারকে ঘিরে। এ কারণে চেহলুমের দিন যতই কাছে আসছে কারবালাতে ইমাম হুসাইনের (আ.) ভক্তবৃন্দের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরাকের কারবালা নগরীর পুলিশ বিভাগের প্রধান এক বিবৃতি জানিয়েছেন যে, ইমাম হুসাইনের (আ.) চেহলুমে অংশ গ্রহণের উদ্দেশ্যে বিভিন্ন শহর থেকে যে সব ভক্তরা কারবালাতে পৌঁছাবে তাদের বিশ্রাম ও রাত্র যাপনের জন্য কারবালা ও নাজাফ শহরের মহাসড়কের দু’পাশে এবং কারবালা শহরের অভ্যন্তরে স্থায়ী ও অস্থায়ী শিবিরের ব্যবস্থা রয়েছে। এ যাবত ৭ হাজার শিবির স্থাপনের আবেদন জমা পড়েছে এবং এ আবেদন জামা দানের এখনও এক সপ্তাহ সময় রয়েছে। এ কারণে ধারণে করা হচ্ছে এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে ইরাকের নিরাপত্তা বিভাগ ঘোষণা করেছে যে, আসন্ন ২০শে সফর ইমাম হুসাইনের চেহলুমের শোকানুষ্ঠান ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় কয়েক কোটি আহলে বাইতের (আ.) ভক্তবৃন্দ অংশ গ্রহণ করবে; তাদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ সুবিধাদি সুবন্দবস্ত করা হয়েছে।

উল্লেখ্য কয়েক বছর যাবত সফর ইমাম হুসাইনের চেহলুমের শোকানুষ্ঠান উপলক্ষে ইরাকের কারবালা নগরীতে বিশ্বের সর্ববৃহৎ গণ জমায়েত অনুষ্ঠিত হয়ে আসছে।


captcha