IQNA

পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারী রাগিব মুস্তাফা গালবাশের ইন্তেকাল + ছবি

20:42 - February 04, 2016
সংবাদ: 2600227
আন্তর্জাতিক ডেস্ক: ৭৭ বছর বয়সের প্রখ্যাত মিশরীয় ক্বারি মুস্তাফা রাগিব গালবাশ মিশরে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহ রাজিউন।
পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারী রাগিব মুস্তাফা গালবাশের ইন্তেকাল + ছবি

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট মিশরীয় ক্বারি মুস্তাফা রাগিব গালবাশ আজ ৭৭ বছর বয়সে মারা গেছেন। তিনি কয়েকমাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন।

তাহা আব্দুল ওয়াহাব মিশরীয় কুরআনের কারী এবং শিক্ষক কয়েক ঘন্টা পূর্বে এই সংবাদ জানিয়েছেন।

গালবাশ বছর ১৩১৭ ফার্সী সনে পশ্চিম মিশরে অবস্থিত টানটা প্রদেশের "বারমা" গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি কৈশোর পুরো কুরআন মুখস্ত করেন এবং ষোল বছর বয়সে বিভিন্ন মাহফিলে পবিত্র কোরআন পাঠ করা শুরু করেন। এছাড়াও ২৪ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে মিশরের রেডিও ও টেলিভিশন পবিত্র কুরআনের তেলাওয়াত শুরু করেন।

অধ্যাপক, "রাগিব মুস্তাফা গালবাশ" ইরান সফরের স্মৃতি সম্পর্কে বলেন,

এ পর্যন্ত তিনি কখনও মানুয়ের এমন আবেগ ও এমন দৃশ্য দেখেননি।

মিশরের বিখ্যাত ক্বারী জানাজা আজ তার জন্মস্থানে বারমা গ্রাম অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল তাঁর নিজের গ্রামে, কুরআন খতমের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

iqna

পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারী রাগিব মুস্তাফা গালবাশের ইন্তেকাল + ছবি

পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারী রাগিব মুস্তাফা গালবাশের ইন্তেকাল + ছবি

পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারী রাগিব মুস্তাফা গালবাশের ইন্তেকাল + ছবি

পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারী রাগিব মুস্তাফা গালবাশের ইন্তেকাল + ছবি


captcha