IQNA

তুরস্কে ১০ ভাষায় কুরআন অনুবাদ করা হবে

23:22 - January 21, 2016
সংবাদ: 2600146
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় কুরআন অনুবাদ করার প্রকল্প গ্রহণ করেছে তুরস্কের ধর্মীয় সংস্থা।

তুরস্কে ১০ ভাষায় কুরআন অনুবাদ করা হবে
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্মীয় সংস্থা ‘কুরআন ছাড়া কোন ভাষাই নেই’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করেছে এবং চলতি বছরের মধ্যে বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় কুরআন অনুবাদ করবে।
আনাতোলিয়া সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাতকারে তুরস্কের ধর্মীয় সংস্থা ও কথা প্রকাশনার ম্যানেজার বিলডেরী কাপলান বলেন: ‘চলতি বছরের মধ্যে বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় কুরআন অনুবাদ করা হবে। এ ভাষাগুল হচ্ছে ফার্সি, ইংরেজি, ইউক্রেনীয়, কির্গিজ, পোলিশ, পর্তুগিজ, বসনীয়, লিথুয়ানিয়ান, কোরিয়ান এবং বুলগেরিয়ান’।
তিনি আরও বলেন: এ সকল ভাষায় কুরআন অনুবাদ শেষ হলে প্রিন্ট ও প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
বলাবাহুল্য, গত বছর তুরস্কের ধর্মীয় সংস্থা পক্ষ থেকে ফরাসি, কুর্দি, আর্মেনিয় (পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় উপভাষায়), রোমানিয়ান, রাশিয়ান, জর্জিয়ান, স্প্যানিশ, আজারবাইজানি, চীনা, তাতার, ইতালিয়ান, কাজাখ ও ডেনিশ ভাষায় অনুদিত কুরআন শরিফ প্রিন্ট ও প্রকাশ করেছে।
iqna



captcha