IQNA

আফগানিস্তানে কুরআন মাহফিলে সন্ত্রাসীদের হামলা: নিহত ১৩

19:35 - January 17, 2016
সংবাদ: 2600123
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নানগারহার শহরে এক কুরআন মাহফিলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।
আফগানিস্তানে কুরআন মাহফিলে সন্ত্রাসীদের হামলা: নিহত ১৩
বার্তা সংস্থা ইকনা: ১৭ই জানুয়ারি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সর্ববৃহৎ শহর জালালাবাদের এর স্থানীয় রাজনীতিবিদের গৃহে এক কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার সময় সন্ত্রাসীরা এ হামলা চালায়।

নানগারহার গভর্নরের অফিস ঘোষণা করেছে: সন্ত্রাসীদের এ আত্মঘাতী বোমা হামলার ফলে ১৩ জন নিহত এবং অপর ১৪ জন আহত হয়েছে।

তালেবান মুখপাত্র এ আত্মঘাতী হামলার হামলার দায়ভার প্রত্যাখ্যান করে বলেছে: এ আত্মঘাতী হামলার সাথে তালেবানের কোন সম্পর্ক নেই।

আতাউল্লাখ খুগাইয়ানীর বরাত দিয়ে সংবাদ সংস্থা জানিয়েছে: আত্মঘাতী বোমা হামলাকারী অতিথিদের সাথে জালালাবাদের স্থানীয় রাজনীতিবিদ ওবায়েদ শিনুয়ারীর গৃহে প্রবেশ করে। আজ সকাল ১১টার সময় ঐ সন্ত্রাসী মেহমানদের মধ্যে বোমাটি বিস্ফোরণ ঘটায়।

জালালাবাদের প্রাণকেন্দ্র বেলায়েতে নানগারহার ওবায়েদ শিনুয়ারীর গৃহ। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে শিনুয়ারীর ভাইয়ের মুক্তির জন্য এ কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল।

iqna


captcha