IQNA

মিশরে সোয়াহিলি ভাষায় কুরআন অনুবাদ হবে

23:07 - January 01, 2016
সংবাদ: 2600021
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতি শীঘ্রই সোয়াহিলি ভাষায় কুরআন অনুবাদের প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বার্তা সংস্থা ইকনা: মিশরের আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে: উক্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আফ্রিকার পূর্বাঞ্চলীয় (কেনিয়াও তানজানিয়া) ভাষা সোয়াহিলিতে পবিত্র কুরআন অনুবাদ ও প্রিন্ট করবে।
মিশরের আওকাফ মন্ত্রণালয় গতকাল ৩০মে ডিসেম্বর ঘোষণা করেছে:সোয়াহিলি ভাষায় কুরআন অনুবাদ হলে উক্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ ভাষায় কুরআন অনুবাদ সম্পন্ন হবে।
মিশরের আওকাফ মন্ত্রণালয় ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, রাশিয়ান, চীনা, সোয়াহিলি, ইন্দোনেশীয় কোরিয়ান এবং ইংরেজি এই ১০ টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদের পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে ৯টি ভাষায় কুরআন অনুবাদ শেষ হয়েছে।
বলাবাহুল্য, মিশরের আওকাফ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটের বিশ্বের ১০ টি ভাষায় পবিত্র কোরআন অনুবাদ প্রকাশ করার জন্য এ প্রকল্প গ্রহণ করেছে।
3471189
captcha