IQNA

মৌরিতানিয়ায় হেফজে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

23:00 - January 01, 2016
সংবাদ: 2600017
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুতে অনুষ্ঠিত হয়েছে হেফজে কুরআন প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাফেজরা অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা : পুরুষদের বিভাগে ৬০ জন প্রতিদ্বন্দীর অংশগ্রহণের মধ্য দিয়ে দেশটির রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা।
সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ‘আল-মাহের বিল কুরআন’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতাটি ‘নুওয়াকশুত’ শহরের বিভিন্ন দাতব্য সংস্থার সহযোগিতা দু’টি বিভাগে -হেফজ ও মানযুমা জাজিরা (তাজবিদ বিষয়ক গ্রন্থ) থেকে বিভিন্ন প্রশ্নোত্তর এবং হেফজের পাশাপাশি কু্রআনের বিভিন্ন শব্দের তাফসির- অনুষ্ঠিত হয়েছে।
৪ সদস্য বিশিষ্ট একটি টিম প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সৈয়দ আল-হাজ ‘আল-খাইর’ হেফজে কুরআন ইনস্টিটিউটের প্রধান ও এদেশের রেডিও কুরআনের এড্যুকেশন বিষয়ক পরিষদের সদস্য, সৈয়দ মুহাম্মাদ মুহাম্মাদু মৌরিতানিয়ার ফতওয়া বিষয়ক উচ্চতর পরিষদের সদস্য, উমার আল-ফাতহ সৈয়দ আব্দুল কাদেরসহ দেশটির ওলামা, চিন্তাবিদ ও মুবাল্লিগগণ উপস্থিত ছিলেন।#3471029

সূত্র : Tafsir.net

captcha