ইকনা - আগামীকাল (তৃতীয় আজার) ১৩ জমাদিউল আউয়াল — শোকাবহ দিন, যেদিন মুসলমানরা স্মরণ করেন প্রিয় নবী মুহাম্মদ (সা.)–এর কন্যা হযরত ফাতিমা জাহরা (সা.)-এর শাহাদাত। এই উপলক্ষে মরক্কোর লেখক ও গণমাধ্যম কর্মী হায়াত লালাব ইকনার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন—ফাতিমা জাহরা (সা.) শুধু ইবাদতে অগ্রগণ্যই ছিলেন না, বরং নারী শিক্ষায় বিপ্লব, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নবুয়ত ও ওয়ালায়াতের ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন।
00:38 , 2025 Nov 24