IQNA

হিজবুল্লাহর মহাসচিব;

প্রতিরোধ শক্তিকে চূর্ণ করার লক্ষ্যে সোলাইমানিকে হত্যা করা হয়েছে

14:09 - January 04, 2023
সংবাদ: 3473113
তেহরান (ইকনা): হজ কাসিম সোলাইমানি ভেলায়াতের (ধর্মতাত্তিক ও ধর্মীয় আইনের শাসন কর্তৃত্বের) একজন সৈনিক ছিলেন, এ কথা উল্লেখ করে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন: প্রতিরোধ শক্তিকে চূর্ণ করা, ইরাকিদের ভয় দেখানো এবং সিরিয়া, ইরান, লেবানন এবং ফিলিস্তিনে প্রতিরোধ অক্ষের সদস্যদের দুর্বল করার লক্ষ্যে প্রতিরোধের শহীদ, কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল মুহান্দিসকে হত্যার করা হয়েছে।

ইসরাইলকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার উদ্দেশ্যে ইরানি কমান্ডার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আরও বলেছেন, প্রতিরোধ অক্ষকে দুর্বল করে দখলদার ইসরাইলকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার উদ্দেশ্যে ইরানি কমান্ডার জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করা হয়েছে।
 
তিনি গতকাল (মঙ্গলবার) লেবাননের রাজধানী বৈরুতে জেনারেল সোলাইমানির শাহাদাতের তৃতীয় বার্ষিকী উপলক্ষে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
 
তিনি জেনারেল সোলাইমানি এবং তার সঙ্গে থাকা সেনা কর্মকর্তাদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানিয়ে বলেন, জেনারেল সোলাইমানি নিজের শাহাদাতের পর তরুণ সমাজের মধ্যে অনুপ্রেরণা দানকারী আদর্শে পরিণত হয়েছেন। জেনারেল সোলাইমানির দাফন অনুষ্ঠান ছিল ইতিহাসের বৃহত্তম দাফন অনুষ্ঠান।
 
হিজবুল্লাহ নেতা বলেন, ইরানি এই কমান্ডার দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত আন্তরিক এবং তার ছিল বিশাল দয়া। তিনি ইমাম খোমেনীর (রহ.) দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতেন বলে জানান সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীরা ‘নয়া মধ্যপ্রাচ্য’ নামক মার্কিন পরিকল্পনা রুখে দিয়েছিলেন। এই প্রতিরোধ অক্ষকে দুর্বল করতেই জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীদের হত্যা করা হয়।
 
২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলামানিকে শহীদ করে।ওই হামলায় তার সঙ্গে আরও শহীদ হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ যেসব সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের তালিকা ইরানের হাতে রয়েছে। 4111993

 

captcha