IQNA

সাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় ১১১ রোহিঙ্গা শরণার্থী

0:02 - November 16, 2022
সংবাদ: 3472829
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরের আচেহ প্রদেশের উপকূলে নারী ও শিশুসহ ১১১ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে হাজির হয়েছে একটি নৌকা। উত্তর আচেহ সরকারের মুখপাত্র হামদানি বলেন, ২৭ নারী ও ১৮ শিশুসহ যে ১১১ জন ইন্দোনেশিয়ায় পা রেখেছেন, তারা সকলেই সুস্থ আছেন। রয়টার্স

নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে, সমুদ্র যখন তুলনামূলক শান্ত থাকে তখন মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের দলে দলে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার দিকে নৌকা নিয়ে ছুটাতে দেখা যায়। 

 

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কয়েকশ রোহিঙ্গা আচেহতে পৌঁছতে সক্ষম হয়েছেন। অনেকে মাসের পর মাস সমুদ্রে কাটাতে হচ্ছে। মিয়ানমারে জন্ম হলেও রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ শরণার্থী হিসেবে বিবেচনা করে।

 

 

মুখপাত্র হামদানি আরো বলেছেন, তারা ইতোমধ্যে নৌকা থেকে নেমে গেছেন। তাদের সেবা শুশ্রূষা করা হয়েছে। হামদানি জানান, এসব রোহিঙ্গারা এখন কাছাকাছি একটি গ্রামে অবস্থান করছে। এদের নিয়ে কী করা হবে, তা ঠিক করতে কর্তৃপক্ষ মঙ্গলবার বৈঠকে বসবে।

 

২০১৭ সালে সামরিক দমনপীড়ন শুরু হওয়ার পর সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে পালিয়ে যায়।

 

ওই দমনপীড়ন চলাকালে ব্যাপক হত্যাযজ্ঞ ও ধর্ষণের ঘটনা ঘটেছিল বলে ভাষ্য প্রত্যক্ষদর্শীদের। বিভিন্ন মানবাধিকার সংগঠন মিয়ানমারে সেনা নিপীড়নে হতাহত বেসামরিক ও জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ির হিসাব রাখছে।

captcha