IQNA

ইয়ানবুকে শিক্ষার শহর ঘোষণা ইউনেসকোর

0:01 - September 06, 2022
সংবাদ: 3472412
তেহরান (ইকনা): সৌদি আরবের শিল্পনগরী ইয়ানবুকে ‘শিক্ষার শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো। 
সৌদির দ্বিতীয় শহর হিসেবে ইয়ানবুকে এ স্বীকৃতি দেওয়া হয়। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে দেশটির জুবাইল শিল্পনগরকে এ স্বীকৃতি দেওয়া হয়েছিল। ইয়ানবু শিল্পনগরের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ আল-কুরাশি জানান, জ্ঞানের শহরের তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে বিশ্বের এ শহরের অবস্থান আরো উন্নত হবে।
 
পাশাপাশি এ নগরীর টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতি আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউনেসকো ‘শিক্ষার শহর’ বলতে এমন শহরকে বোঝায়, যেখানে ব্যাপকভাবে সব স্তরের মানুষকে শিক্ষার প্রতি উৎসাহ দেওয়া হয়। পরিবার ও সমাজের মাধ্যমে শেখার আগ্রহ বৃদ্ধি করা হয় এবং শেখার প্রক্রিয়াকে সহজ করা হয়। পাশাপাশি যে শহরে আধুনিক শিক্ষাগত প্রযুক্তি ব্যবহার করা হয় এবং শিক্ষার গুণমান-উৎকর্ষ ও জীবনব্যাপী শিক্ষার সংস্কৃতি প্রচার করা হয়।
ইউনেসকোর মহাসচিব আদ্রে আজুলে বলেন, বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা শহরাঞ্চলে বাস করে। স্থানীয় উদ্যোগগুলো সমর্থন ও বাস্তবায়নের মাধ্যমে শহরগুলোর আজীবন শিক্ষার নীতি চালানোর ক্ষমতা রয়েছে। সারা বিশ্বের ৭৭টি দেশের ৪৪টি শহর ইউনেসকোর গ্লোবাল নেটওয়ার্ক অব লার্নিং সিটি এর অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আফ্রিকায় ১৬টি, আরববিশ্বে ৯টি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩টি, ইউরোপ ও উত্তর আমেরিকায় ২৬টি এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ১৩টি শহর রয়েছে।      সূত্র : আরব নিউজ
captcha