IQNA

আমিরাতের ফতোয়া কাউন্সিল: মুসলমানদের জন্য করোনার ভ্যাকসিন মোবাহ

20:29 - December 24, 2020
সংবাদ: 2612005
তেহরান (ইকনা): সংযুক্ত আবর আমিরাতের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা ফতোয়া জারির মাধ্যমে মুসলমানদের জন্য করোনার ভ্যাকসিন মোবাহ ঘোষণা করেছে।

এই ফতোয়াটি এমন এক সময় জারি করা হয়েছিল যখন ভ্যাকসিনের সংমিশ্রণে শুকরের জিলেটিনের ব্যবহার করা হয়েছে বলে মুসলমানেরা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

সংযুক্ত আরব আমিরাত ফতুয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন বাইহা বলেছেন: করোনার ভ্যাকসিন মানুষের জীবন ও সুস্থ থাকার জন্য অপরিহার্য। আর এ জন্য এই ভাইরাস নিষিদ্ধ করা হবে না।

সংযুক্ত আরব আমিরাতের গ্র্যান্ড মুফতি এই মতামতকে ন্যায়সঙ্গত হিসেবে বিবেচনা করে বলেছেন: এখানে শুকরের জিলেটিন ওষুধ হিসেবে কাজ করছে, খাদ্য হিসেবে নয়, তাই এটি ব্যবহার হারাম নয়।

এর আগে ব্রিটিশ মুসলিম মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডাঃ সালমান ওয়াকার সতর্ক করে বলেছেন: শূকর থেকে প্রাপ্ত জিলেটিন জাতীয় পদার্থটি অন্য পদার্থে রূপান্তরিত হয়। আর এ জন্য এটি হারাম, নাকি বৈধ এ বিষয়ে মুসলিম আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যারন রশিদ বিশ্বাস করেন যে পূর্বে অনুরূপ ফতোয়ায় দেখা গিয়েছে যে, এধরণের সমস্যার সম্মুখে এই প্রজাতির ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কারণ এই ভ্যাকসিন যদি ব্যবহার না করা হয় তাহলে বৃহত্তর ক্ষতি হবে।

এদিকে ফাইজারের এক মুখপাত্র বলেছেন, এই সংস্থা থেকে উৎপাদিত ভ্যাকসিনে শূকরের কোন অংশ ব্যবহার করা হয়নি। iqna

captcha