IQNA

আইআরজিসির ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তের সমর্থন করেছে সৌদি ও বাহরাইন/ ইরানের তীব্র প্রতিক্রিয়া

19:30 - April 10, 2019
সংবাদ: 2608308
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বিদেশি প্রভু আমেরিকাকে অনুসরণ করার ক্ষেত্রে সৌদি আরব ও বাহরাইন অভ্যস্ত হয়ে পড়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে আমেরিকা সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার পর রিয়াদ ও মানামা দ্রুত স্বাগত জানিয়েছে। এ প্রেক্ষাপটে বাহরাম কাসেমি ওই মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব ও বাহরাইনের ‘রুচিহীন এবং আনুগত্যমূলক’ প্রশংসার নিন্দা করে কাসেমি বলেন, এ দেশ দুটির অবস্থান দেখলে বোঝা যায় আঞ্চলিক বাস্তবতা সম্পর্কে তাদের উপলব্ধির ঘাটতি রয়েছে। আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে আমেরিকা যে কৌশলগত ভুল করেছে তার পরিণতি সম্পর্কেও রিয়াদ ও মানামা অবহিত নয়।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের পর আইআরজিসি এ গোষ্ঠীকে নির্মূলে কার্যকর ভূমিকা রেখেছে। অথচ সেই আইআরজিসি-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। সৌদি আরব ও বাহরাইন একে স্বাগত জানিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপ প্রতিরোধে এটি বাস্তব ও ভালো পদক্ষেপ। iqna

captcha