IQNA

অবিলম্বে ইয়েমেনে যুদ্ধ অবসানের আহ্বান জানালেন পোপ

23:59 - February 04, 2019
সংবাদ: 2607871
আন্তর্জাতিক ডেস্ক: খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান যাজক পোপ ফ্রান্সিস অবিলম্বে ইয়েমেনে যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: প্রথমবারের মতো আরব উপদ্বীপ সফরে গিয়েছেন খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান যাজক পোপ ফ্রান্সিস।
রবিবার (০৩ ফেব্রুয়ারি) তিনি ইয়েমেনের যুদ্ধে অন্যতম নেতৃস্থানীয় সামরিক ভূমিকা পালনকারী দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাটিতে পা রাখেন। ইয়েমেন যুদ্ধের বিষয়ে কঠোর নিন্দা জানানোর কয়েক ঘনটার মধ্যে তিনি আরব আমিরাতে গিয়েছেন।
আবু ধাবির উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের রওনা হওয়ার কিছুক্ষণ আগে ভ্যাটিকান সিটিতে রবিবাসরীয় ভাষণে বলেছেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে তিনি ইয়েমেনের মানবিক সংকটের দিকে নজর রাখছেন।
আবু ধাবিতে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়িদ আল নাহিয়ান। তিনি পোপকে সঙ্গে করে মিশরের আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তৈয়বের কাছে নিয়ে যান। সাক্ষাতে পোপ ও গ্র্যান্ড ইমাম পরস্পরকে আলিঙ্গন করেন।
পোপ ফ্রান্সিস রবিবার আমিরাতে প্রবেশ করেছেন এবং এই সফর শেষে তিনি সৌদি আরবে ভ্রমণ করবেন। iqna

 

captcha