IQNA

নাতির পরামর্শে কুরআন লিখলেন নানী + ছবি

23:00 - December 02, 2018
সংবাদ: 2607417
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ৭৫ বছরের বৃদ্ধা পড়া-লেখার যথেষ্ট ক্ষমতা না থাকা সত্ত্বেও প্রতিদিন ৭ ঘণ্টা ব্যয় করে নিজ হাতে সম্পূর্ণ কুরআন শরিফ লিখেছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশরের ৭৫ বছরের বৃদ্ধা "সায়াদ আব্দুল ক্বাদেরে"র অনেক বয়স হওয়ার কারণে কুরআন হেফজ করতে সক্ষম নন। তিনি তার নাতির পরামর্শে কুরআন লেখা শুরু করেন।
সায়াদ আব্দুল ক্বাদেরে বলেন: আমি ক্লাস সেভেন পর্যন্ত পড়েছি। আমার বিয়ের পর আমি মানুফা প্রদেশ থেকে আলেকজান্দ্রিয়া প্রদেশে চলে আসি। আমি সবসময় কুরআন মুখস্থ করতে চেয়েছি।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি লেখার জন্য তিনি ৪০টি কলম ব্যবহার করেছেন। হারকাতের জন্য কালো রং, আল্লাহ (الله ) শব্দ এবং আয়াতের সংখ্যা লেখার জন্য লাল রং এবং অন্যান্য শব্দের জন্য নীল রং ব্যবহার করেছেন।
পবিত্র কুরআন লেখার সময় তিনি "হামদ" ও "কাহাফ" সুরা সহকারে অন্যান্য ছোট সুরা মুখস্থ করেছেন। তিনি আশাব্যক্ত করেছেন, তার সন্তানরা এই পাণ্ডুলিপিটিকে প্রিন্ট করবে।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি লেখার জন্য শায়াদ আব্দুল ক্বাদের দীর্ঘ ৪ বছরে প্রতিদিন ৭ ঘণ্টা করে সময় ব্যয় করেছেন। তিনি যখন অসুস্থ থাকতেন তখন তিনি লেখার কাজ বন্ধ রাখতেন।
iqna

captcha