IQNA

চীনে আটক উইঘুর মুসলিমদের মুক্তি দাবি জানিয়েছে জাতিসংঘ

23:50 - September 01, 2018
সংবাদ: 2606603
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সরকার সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অভিযোগে সেদেশের উইঘুরের মুসলমানদের "পুনঃশিক্ষা ডিটেনশন" ক্যাম্পসমূহ বন্দী করে রেখেছে। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিটির বিশেষজ্ঞরা এসকল বন্দীদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন।

ফিলিস্তিনিদের জন্য অর্থ বন্ধ করল আমেরিকা
বার্তা সংস্থা ইকনা: চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশটি মুসলিম অধ্যুষিত। এই অঞ্চলের মুসলিমদের ওপর অনেক বছর ধরেই নানা নিপীড়ন চলছে। চীন দাবি করে আসছে ইসলামিক সশস্ত্র যোদ্ধা ও বিচ্ছিন্নতাবাদীদের হুমকির মুখে আছে জিনজিয়াং। এসব যোদ্ধা ও বিচ্ছিন্নতাবাদীরা হামলার পরিকল্পনা করছে বলেও দাবি করে তারা। এছাড়া সংখ্যাগরিষ্ঠ স্থানীয় চীনা আদিবাসী হানদের সাথে উইঘুরদের সংঘর্ষের আশঙ্কাও প্রকাশ করে চীন।
সম্প্রতি জানা গেছে, লাখ লাখ উইঘুর মুসলিমকে আটক রাখা হয়েছে ‘পুনঃশিক্ষা ডিটেনশন ক্যাম্পে’। জাতিসংঘের একটি মানবাধিকার গ্রুপ জানায়, চীনে ১০ লাখ উইঘুর মুসলিমকে কাউন্টার- এক্সট্রিমিজম সেন্টারগুলোতে আটকে রাখার বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে তারা। জেনেভায় চীনের ওপর জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিটির দুই দিনের বিশেষ সভায় এই অভিযোগ তোলে সংস্থাটির জাতিগত বৈষম্য বিষয়ক কমিটি।
জাতিসংঘের প্যানেল জানায়, তারা এত সংখ্যক উইঘুর ও অন্যান্য মুসলিম আটকের খবরে উদ্বিগ্ন। অনেককে কোনও অভিযোগ ছাড়াই দীর্ঘমেয়াদে আটকে রাখা হচ্ছে। কিংবা কাউকে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে আটক করা হচ্ছে।
iqna

 

captcha