IQNA

বৈরুত বন্দরে বেদনাদায়ক ট্র্যাজেডির পরে সর্বোচ্চ নেতার বাণী; “আমরা লেবাননের প্রিয় জনগণের প্রতি সমবেদনা জানাই”

17:43 - August 06, 2020
সংবাদ: 2611274
বৈরুত বন্দরে বিস্ফোরণের বেদনাদায়ক ট্র্যাজেডির ফলে বিপুল সংখ্যক লোককে হতাহত এবং স্থাপনার অপূরণীয় ক্ষতি হয়েছে। এক সমবেদনামূলক বার্তায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন: "আমরা লেবাননের প্রিয় নাগরিকদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের পাশে আছি।"

এ সম্পর্কে সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটের (KHAMENEI.IR) টুইটার পেজে প্রকাশিত এক শোকবাণীতে তিনি বলেন:

বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত এবং স্থাপনার অপূরণীয় ক্ষতি হয়েছে। লেবাননের প্রিয় নাগরিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং আমরা তাদের পাশে আছি। এই বিপর্যয় মোকাবিলায় ধৈর্য ধারণের মাধ্যমে লেবাননের জনগণ তাদের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় লিপিবদ্ধ করতে পারবে।

উল্লেখ্য যে, লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরের কাছে একটি দাহ্য পদার্থের গুদামে গত মঙ্গলবার বিকেলে এক বিস্ফোরণ ঘটে। ওই দাহ্য পদার্থের পাশেই ছিল অ্যামোনিয়াম নাইট্রেটের বিশাল গুদাম। প্রথম বিস্ফোরণটি ছোট হলেও অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে আরেকটি বিস্ফোরণ ঘটে এবং দ্বিতীয় বিস্ফোরণের শব্দে গোটা বৈরুত শহর কেঁপে ওঠে; অনেকে এটিকে ভূমিকম্প বলেও মনে করেন। iqna

 

پیام تسلیت رهبر معظم انقلاب برای حادثه بیروت

 

captcha