IQNA

মন্ত্রীসভা গঠনে নেতানিয়াহুর অক্ষমতা

22:08 - October 22, 2019
সংবাদ: 2609484
আন্তর্জাতিক ডেস্ক: নেতানিয়াহু মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করেছে এবং এই দায়িত্বটি জায়নবাদী নেতার হাতে ফিরিয়ে দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল ২১শে অক্টোবর মন্ত্রীপরিষদ গঠন কার্য থেকে পদত্যাগ করেছে।
নেতানিয়াহু পূর্বে মন্ত্রীপরিষদ গঠনের কাজে দায়িত্বরত ছিলো। এই কাজের দায়িত্বটি জায়নবাদী শাসনের প্রেসিডেন্ট রুভেন রিভলিনকে ফিরিয়ে দিয়েছে। রিভলিন সম্ভবত নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ব্লু এন্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্টসকে মন্ত্রীসভা গঠনের দায়িত্ব দেবে।
নেতানিয়াহু ২৫শে সেপ্টেম্বর মন্ত্রীসভা গঠনের দায়িত্ব পেয়েছিল। এই কাজ সম্পন্ন করার জন্য তাকে ২৮ দিনের সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নেতানিয়াহু এই কাজ করতে সফল হয়নি। ইসরাইলের রাজনীতিবিদের মধ্যে বিভেদ থাকার করনে মন্ত্রীসভা গঠন করা সম্ভব হয়নি।  iqna

 

captcha