IQNA

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন 

14:55 - January 10, 2022
সংবাদ: 3471262
তেহরান (ইকনা): কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক হাজার ২শ টি রোহিঙ্গা বস্তি (ঝুপড়ি) পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার বিকেল ৫টার  দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরের বি ব্লকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে ১ হাজার ২শ' ঝুঁপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে রোহিঙ্গা নেতা আবদুর রহিম জানান, ফায়ার সার্ভিস ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, মোহাম্মদ আলীর (৩৫) ঘরের গ্যাসের চুলার মাধ্যমে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। 
 
এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে।
 
এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়। তারও আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালী আরেক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের অধিক ঘর। iqna
captcha