IQNA

মালয়েশিয়ায় কুরআন হাফেজ প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স

23:49 - April 16, 2019
সংবাদ: 2608355
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় কুরআন হাফেজ প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের শিক্ষামন্ত্রী এই কোর্সকে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে মনে করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়া শিক্ষামন্ত্রী মাযালী মালিক গতকাল (১৫ই এপ্রিল) কুরআন হাফেজ প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন: এখন থেকে কুরআন হেফজ বিভাগের শিক্ষার্থীদের সরকারী স্কুলে আনুষ্ঠানিকভাবে কুরআন হেফজ করতে পরবে।

তিনি এই পরিকল্পনাকে একটি কৌশলগত পদ্ধতি হিসেবে মনে করেন, যা মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থাকে একটি নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। এ ব্যাপারে মাযালী মালিক বলেন: প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে এই প্রোগ্রামটি চালু করা হয়েছে। এই বছরের শেষে আমরা এই পরীক্ষামূলক প্রোগ্রামটি সম্প্রসারণ করব।

তিনি বলেন: বিশেষ এই শিক্ষা প্রোগ্রামটি ১৭ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য একটি নিয়মানুগ শিক্ষা ব্যবস্থা এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা মালয়েশিয়ান সার্টিফিকেট অফ এডুকেশন (SPM) গ্রহণ করতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন যে এই বিশেষ প্রোগ্রামটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি স্কুলগুলিতে সকল পক্ষের কাছ থেকে ইতিবাচক অবদান রাখবে। কারণ এর মাধ্যমে আনুষ্ঠানিক বিদ্যালয়ে গুনগত মানের শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। iqna

 

 

captcha