IQNA

পৃথিবীর বুক থেকে রাকাকে মুছে দিয়েছে যুক্তরাষ্ট্র

20:56 - October 22, 2017
সংবাদ: 2604133
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বলেছে, কার্পেট বোম্বিংয়ের মাধ্যমে পৃথিবীর বুক থেকে সিরিয়ার রাকা শহরকে মুছে ফেলেছে আমেরিকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ১৯৪৫ সালে জার্মানির ড্রেসডেনে যেভাবে কার্পেট বোম্বিং করেছিল আমেরিকা ও ব্রিটেন, ঠিক সেভাবে রাকা শহরে বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ও তার মিত্ররা।

বার্তা সংস্থা ইকনা: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ অভিযোগ করেছেন, রাকা শহরে পশ্চিমারা নিজেদের অপরাধ ঢাকার জন্য দ্রুত সেখানে ত্রাণ দিতে তৎপর হয়ে পড়ে। তবে সিরিয়ার বিভিন্ন এলাকায় বেসামরিক লোকজনের জন্য ত্রাণ বিতরণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমেরিকা।

রাকা শহর দখল সম্পর্কে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার বলেছে, শহরের শতকরা ৮০ ভাগ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

জেনারেল কোনাশেংকভ বলেন, "শুধুমাত্র রাকায় আর্থিক সহায়তা দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর এত তাড়াহুড়ো করার কারণ কী?" তিনি নিজেই বলেছেন, "এর একমাত্র ব্যাখ্যা হতে পারে এই যে, আমেরিকা ও পশ্চিমা জোট রাকায় বোমা বর্ষণের মাধ্যমে যে বর্বর অপরাধযজ্ঞ চালিয়েছে তা যত দ্রুত সম্ভব ঢাকার চেষ্টা করছে তারা। পাশাপাশি হাজার হাজার বেসামরিক লোকের লাশ তারা দাফন করতে চায়।"

সম্প্রতি, উগ্র আইএস এক চুক্তির আওতায় রাকা শহর ছেড়ে চলে যায় এবং মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ শহরের দখল নেয়। এসডিএফ গঠিত হয়েছে মূলত সিরিয়ার কুর্দি গেরিলাদের সমন্বয়ে তবে দামেস্ক সরকার এ গোষ্ঠী গঠনের অনুমোদন দেয় নি।-পার্সটুডে

captcha