IQNA

ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল এবং শ্রেষ্ঠ জিহাদ

14:05 - October 21, 2017
সংবাদ: 2604122
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, বিশ্বাসের দিক থেকে তারাই হচ্ছে সব থেকে উত্তম, যাদের একদল শেষ জামানায় আসবে এবং নবীকে দেখে নি এবং তাদের ইমামও অন্তর্ধানে থাকবে। অথচ তারা সাদা ও কালোর (ইসলামী বই পুস্তক তথা কুরআন হাদিসের) উপর ঈমান আনবে এবং আমল করবে। (কামালুদ্দিন, ১ম খণ্ড, বাব, ২৫, হাদিস-৮)


বার্তা সংস্থা ইকনা:  মহানবী(সা.) আরও বলেছেন, أفضل أعمال أمتي انتظار الفرج من الله عزوجل‏» আমার উম্মতের শ্রেষ্ঠ আমল হচ্ছে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা করা।(কামালুদ্দিন, ২য় খণ্ড, বাব, ৫৫, হাদিস-৩)

তিনি আরও বলেছেন, ধৈর্যের সাথে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য প্রতীক্ষা করা হচ্ছে সব থেকে বড় ইবাদত। (বিহারুর আনওয়ার, ৫২তম খণ্ড, পৃ: ১৪৫)

এখন আমরা এই ফজিলতের দর্শন সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যে, যারা প্রকৃতপক্ষে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষেয়মান তারা বর্তমানেও ইমামকে হাজির ও নাজির জানে এবং তার আনুগত্য করে।

কেননা ইমাম মাহদীর প্রতি বিশ্বাস ও তার জন্য প্রতীক্ষা শিয়াদেরকে তার পথে প্রচেষ্টা করার জন্য অনুপ্রেরণা যোগায় এবং তাদেরকে নিরাশা ও হতাশা থেকে রক্ষা করে।

আর এ জন্যই মহানবী(সা.) ও ইমামগণ(আ.) ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা করাকে শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল এবং শ্রেষ্ঠ জিহাদ হিসাবে উল্লেখ করেছেন। কেননা যারা ইমাম মাহদীর ন্যায়পরায়ণ রাষ্ট্রের জন্য প্রতীক্ষেয়মান তারা সর্বদা তার বাস্তবায়ন ঘটানোর সর্বাত্মক জন্য চেষ্টা করে।  শাবিস্তান
captcha