IQNA

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

15:55 - July 30, 2016
সংবাদ: 2601291
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অনেক ধর্মীয় নিদর্শন রয়েছে যা মোঘল রাজাদের রাজত্বকাল নির্মাণ করা হয়েছে।
ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: বিশ্বের এমন অনেক ধর্মীয় নিদর্শন রয়েছে, বিশ্বের করে অনেক মসজিদ রয়েছে, যেগুলো ইসলামের প্রথম যুগে নির্মাণ করা হয়েছে। ভারতে মোঘল রাজাদের রাজত্বকাল অনেক মসজিদ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দশটি মসজিদের ছবি ও সংক্ষিপ্ত বিবরণ আপনাদের অবগত করার জন্য উপস্থাপন করা হচ্ছে:

হযরত বল্ মসজিদ শ্রীনগর

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

ভারতের শ্রীনগরে বল্ মসজিদটি ১৭ শতাব্দীতে নির্মাণ করা হয়েছে। 'ডাল' হ্রদের পশ্চিমে এই মসজিদটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। ভারতে ইসলাম ধর্মের পবিত্র স্থান সমূহের মধ্যে বল্ মসজিদ অন্যতম। মোঘল এবং কাশ্মীরী স্থাপত্যের শৈলীতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।


বীম বালি মসজিদ কেরালা

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

ভারতের অন্যতম একটি মসজিদ বীম বালি মসজিদ। এই মসজিদটি সেদেশের কেরালা রাজ্যে অবস্থিত। প্রতি সপ্তাহে জুমার নামাজের জন্য সহস্রাধিক মুসলমান এই মসজিদে উপস্থিত হন। পূর্বে এ মসজিদটি 'বীম বাফী' নামে প্রসিদ্ধ ছিল। বীম বাফী একজন সম্মানীয় নারীর নাম। বলা হয়ে থাকে তিনি মহান আল্লাহর নিকট থেকে অসাধারণ ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তিনি হযরত মুহাম্মদ (সা.)এর বংশের একজন নারী ছিলেন। মসজিদে পাশেই তাকে দাফন করা হয় এবং বিভিন্ন স্থান থেকে মুসলমানেরা তার কবর যিয়ারত করার জন্য এই মসজিদের উপস্থিত হন।


জামা মসজিদ দিল্লি

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

১৬৫৮ খ্রিস্টাব্দে দিল্লি'র জামা মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। জামে মসজিদ নামে এই মসজিদটি প্রসিদ্ধ। ওল্ড দিল্লির প্রাচীন মসজিদের মধ্যে এটি অন্যতম। এ মসজিদের এক সাথে ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।


জামা মসজিদ শ্রীনগর

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

১৪০২ খ্রিস্টাব্দে শ্রীনগরে জামা মসজিদটি নির্মাণ করা হয়েছে। ৩৭০টি কাঠের স্তম্ভের উপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। শ্রীনগরের বৃহৎ মসজিদের মধ্যে এটি অন্যতম। ঐতিহাসিক জামা মসজিদে এ পর্যন্ত তিনবার আগুন লেগেছে এবং প্রতিবারই মেরামত করা হয়েছে।


তাজ মসজিদ ভোপাল

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

এই মসজিদের নির্মাণ কাজ ১৯৮৫ খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। এশিয়ার বৃহত্তম মসজিদের মধ্যে এটি অন্যতম। এই মসজিদটি 'তাজ আল-মুজাহিদিন মসজিদ' অথবা 'তাজ আল-মাসাজিদ' নামে বিখ্যাত। এই মসজিদের পাশে ইসলামী জ্ঞান অর্জনের জন্য একটি মাদ্রাসা রয়েছে।


শেখ সালেম মসজিদ আগ্রা

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

ভারতের আগ্রায় ১৫৭১ সালে শেখ সালেম মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদের প্রথম ইমাম ছিলেন 'শাহ মোহাম্মদ মাজহার'। স্থানীয় এবং ফার্সি স্থাপত্য শৈলীতে এই মসজিদটি নির্মাণ করা হয়।


মক্কা মসজিদ হায়দ্রাবাদ

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

ভারতের হায়দ্রাবাদের প্রাচীন মসজিদসমূহের মধ্যে অন্যতম মক্কা মসজিদটি। সেদের বড় মসজিদসমূহের মধ্যে এটি একটি। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মিলনস্থল এবং কেন্দ্রীয় শহর হচ্ছে হায়দ্রাবাদ। পবিত্র নগরী মক্কার মাটি দিয়ে এই মসজিদের খিলান নির্মাণ করা হয়েছে। আর এ কারণে এই মসজিদের নামকরণ মক্কা করা হয়েছে।


নাজিনা মসজিদ আগ্রা

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

আগ্রার নাজিনা মসজিদটি "মঙ্গোল শাসনামলে বাদশাহ শাজাহান নির্মাণ করেছিলেন। এই মসজিদটি নির্মাণের জন্য সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদের পাশেই মিনা বাজার নামে একটি বড় বাজার রয়েছে। বাদশাহ শাজাহান এই বাজারটি তার স্ত্রীর জন্য নির্মাণ করা হয়েছে।


বারো ইমামবাড়া মসজিদ

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

ভারতে দুর্ভিক্ষ চলাকালীন সময়ে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। স্তম্ভ বিহীন এই বৃহৎ মসজিদটি দীর্ঘ দিন যাবত অক্ষত রয়েছে।


আদেহী দ্বীন কা জাহানবারা আজমির

ভারতে ১০টি সুদৃশ্য ও মনোরম মসজিদ + ছবি

ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে একটি মন্দির এবং সংস্কৃত স্কুলের ধ্বংসাবশেষে 'আদেহী দ্বীন কা জাহানবারা' মসজিদটি ১১৯৯ সালে গড়ে উঠে। ভারতের প্রাচীন মসজিদসমূহের মধ্যে এটি অন্যতম একটি মসজিদ।

iqna


captcha